img

সম্পর্কিত

সম্পর্কিত

আরএসসি বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা হিসাবে ২০২০ সালের ২০ মে তারিখে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস, বাংলাদেশ অফিস কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। আরএসসি হচ্ছে বাংলাদেশ শিল্প, আন্তর্জাতিক ব্র্যান্ডসমূহ এবং আন্তর্জাতিক ও বাংলাদেশী স্থানীয় ট্রেড ইউনিয়নসমূহের সমন্বয়ে গঠিত একটি বেসরকারী উদ্যোগ। আরএসসি তিনটি সদস্যের সমন্বয়ে গঠিত হয়েছিল যার প্রত্যেকটি তিনটি সংগঠনের প্রতিনিধিত্ব করে:

  • শিল্প: সন্ধি লিমিটেড

  • ব্র্যান্ডসমূহ: ব্র্যান্ডস অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল অ্যান্ড আরএমজি সাস্টেইনেবিলিটি সাপ্লাই চেইনস

  • ট্রেড ইউনিয়নসমূহ: ট্রেড ইউনিয়ন অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল অ্যান্ড আরএমজি সাস্টেইনেবিলিটি সাপ্লাই চেইনস

আরএসসি’র ১৮ সদস্যের একটি পরিচালনা পর্ষদ রয়েছে যা আরএসসি’র সদস্য সংগঠনগুলোর প্রত্যেকটি থেকে ৬ জন করে প্রতিনিধির সমন্বয়ে গঠিত। 

 

বাংলাদেশে একর্ড-এর কার্যক্রমসমূহ আরএসসি’র নিকট হস্তান্তর

২০২০ সালের ১৪ জানুয়ারি, বিজিএমইএ এবং বাংলাদেশে অগ্নি ও ভবন নিরাপত্তায় একর্ড এর পরিচালনা পর্ষদের প্রতিনিধিগণ আরএমজি সাস্টেইনেবিলিটি কাউন্সিল-এর নিকট দায়িত্ব হস্তান্তরের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। এর পরিপ্রেক্ষিতে, ২০২০ সালের ১ জুন তারিখে আরএসসি একর্ড-এর বাংলাদেশ অফিসের সকল কার্যক্রম, কর্মী, অবকাঠামো এবং নীতিমালাসমূহ উত্তরাধিকার সূত্রে লাভ করেছে। বর্তমানে আরএসসি স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক পরিদর্শন এবং সংস্কার কাজ পর্যবেক্ষণ, নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ এবং নিরাপত্তা বিষয়ক অভিযোগ পরিচালনার কাজসমূহ কার্যকর করতে প্রস্তুত। প্রাথমিক পরিদর্শন প্রতিবেদন এবং সাম্প্রতিক/আপ-টু-ডেট ক্যাপগুলোর মাধ্যমে সংস্কার কাজের অগ্রগতি সহ প্রোগ্রামটির মূল দিকগুলো সর্বজনীনভাবে প্রকাশ করতে আরএসসি প্রতিশ্রুতিবদ্ধ।

আরএসসি’র কার্যক্রমের মাধ্যমে, আওতাভুক্ত কারখানাসমূহ তাদের বিদ্যমান ক্যাপগুলো সম্পন্ন করতে পারবে এবং, অসম্পন্ন নিরাপত্তা বিষয়ক সমস্যাসমূহ সংস্কার করা হয়েছে এবং তা যথাযথভাবে সংস্কার করা হয়েছে কিনা সেটি যাচাই করে নিশ্চিত হতে পারবে এবং সেই সাথে কারখানাসমূহে শ্রমিক-ম্যানেজমেন্টের যৌথ অংশগ্রহণে গঠিত সেইফটি কমিটিগুলো নিয়মিতভাবে কর্মক্ষেত্রের নিরাপত্তা পর্যবেক্ষণ এবং সেই সংশ্লিষ্ট ঝুঁকিসমূহ চিহ্নিত করতে প্রস্তুত এবং সক্ষম হবে।

বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে ঘনিষ্ঠ সহযোগী এবং পরিপূরক হয়ে বাংলাদেশ আইনের নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে কাজ করবে আরএসসি।

 

ভিশন

Empowering all our customers with a comprehensive safety and compliance system driven by a customer-centric and solution-oriented approach, remaining relevant in an ever-evolving landscape through continuous improvement, transparency and integrity.

লক্ষ্য

আন্তর্জাতিক ফ্যাশন ব্যবসার জন্য অন্যতম পছন্দসই একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য তৈরি পোশাক শিল্পের উৎকর্ষতা বজায় রাখতে নিরাপত্তার ক্ষেত্রে উন্নয়ন ও কর্মসংস্থানে উৎসাহ প্রদানই আমাদের লক্ষ্য।

মিশন

শিল্প কারখানা, ইউনিয়ন এবং ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় জোট হিসেবে যৌথভাবে সেক্টরভিত্তিক নিরাপত্তার মানদণ্ড বাস্তবায়ন করে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস, এড়ানো যায় এমন দুর্ঘটনা প্রতিরোধ এবং কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকের ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশে একটি নিরাপদ, মানবিক এবং টেকসই তৈরি পোশাক শিল্প নিশ্চিত করাই আমাদের মূল কাজ।

উদ্দেশ্য

আরএসসি’র সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো হচ্ছে:

  1. বাংলাদেশের তৈরি পোশাক ও সংশ্লিষ্ট শিল্পের নিরাপত্তা ব্যবস্থাপনা বিশেষ করে কাঠামোগত দৃঢ়তা, বৈদ্যুতিক নিরাপত্তা, অগ্নি ও জীবনের নিরাপত্তা এবং বয়লার সংশ্লিষ্ট নিরাপত্তার ক্ষেত্রে প্রযোজ্য মানদণ্ড মেনে চলা হচ্ছে কিনা সেটি যাচাই করা এবং এক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক মানদণ্ড বাস্তবায়নে উৎসাহ, পরিচালন ও তত্ত্বাবধান করা।

  2. কাঠামো, বৈদ্যুতিক, অগ্নি ও জীবন, বয়লার সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয়ক পরিদর্শনের পাশাপাশি এই সম্পর্কিত অভিযোগের তদন্তের প্রয়োজনে পরিদর্শন, এবং সেইফটি কমিটি কর্তৃক সমস্যা চিহ্নিত করা এবং শিল্প কারখানায় দুর্ঘটনা-পরবর্তী বিশেষ পরিদর্শন এবং সর্বোপরি শিল্প কারখানার সাথে আন্ত:যোগাযোগ, দক্ষতা এবং পরিবেশগত মান উন্নয়ন; সংস্কার কাজের পর্যবেক্ষণ, যাচাই এবং স্বীকৃতি প্রদান করা।

  3. কারখানাগুলোতে ব্যাপক এবং বিশদভাবে পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদানের জন্য একটি বিশদ অগ্নি ও ভবন নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক উন্নয়ন সাধন ও বজায় রাখা।

  4. কার্যকর নিরাপত্তা ও সতর্কতামূলক পদক্ষেপগুলো বিবেচনায় নিয়ে শ্রমিকদের উদ্বেগ প্রকাশে সক্ষমতা এবং নিজস্ব নিরাপত্তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি শিল্প ক্ষেত্রে বিদ্যমান নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত ব্যবহারিক জ্ঞান এবং তথ্য ভাণ্ডার তৈরি করা।

  5. বাংলাদেশের তৈরি পোশাক ও সংশ্লিষ্ট শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য অগ্নি ও ভবন নিরাপত্তা বিষয়ে চলমান ও সম্ভাব্য জাতীয় ও আন্তর্জাতিক আইন, বিধি ও মানদণ্ডসমূহের উন্নয়ন ও অভিযোজন নিশ্চিত করার পাশাপাশি সেগুলো অনুসরণ করা এবং এক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে সম্পর্ক বজায় রাখা।

  6. বাংলাদেশের সকল সরবরাহকারীর তালিকাসহ কারখানার নিরাপত্তা মান, পরিদর্শন প্রতিবেদন, সংস্কার কাজের তথ্য এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ের সমন্বয়ে সর্বসাধারণের জন্য একটি হালনাগাদ উন্মুক্ত তথ্যভাণ্ডার পরিচালনা করা।

  7. রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প ও সংশ্লিষ্ট কারখানাগুলোর (নিরাপত্তা ব্যবস্থাপনা) তদারকি এবং বিদ্যমান ও নতুন কারখানাসমূহের ‘সেইফটি কমপ্লায়েন্স’ স্থায়ীভাবে পর্যবেক্ষণ করা এবং গার্মেন্টস মালিক ও কর্মীদের নিরাপদ কর্মক্ষেত্রের স্বীকৃতি প্রদান করা।

  8. কারখানার শ্রমিকরা যাতে যেকোন সময় নিরাপদে এবং গোপনীয়তার সাথে নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক ঝুঁকি সম্পর্কে তাদের উদ্বেগ প্রকাশ করতে পারে সে লক্ষ্যে শ্রমিকদের জন্য স্বাধীনভাবে পরিচালিত এবং আরএসসি’র অভ্যন্তরীণ এবং বহিরাগত হস্তক্ষেপমুক্ত একটি অভিযোগ প্রক্রিয়া পরিচালনা এবং প্রয়োজনানুসারে উন্নয়ন অব্যাহত করা।

  9. আন্ত:শিল্প সম্পর্ক, দক্ষতা উন্নয়ন, পরিবেশগত স্থিতিশীলতা ও কল্যাণ, দূষণ নিয়ন্ত্রণসহ অন্যান্য জলবায়ু বিষয়ক ইতিবাচক উদ্যোগগুলোতে উৎসাহ প্রদান করা।

  10. আরএসসি’র কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে দক্ষ নিরাপত্তা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মী নিয়োগের পাশাপাশি একটি পরিচালনা পরিষদ, উপদেষ্টা পরিষদ, একটি নির্বাহী কমিটি ও অন্যান্য প্রয়োজনীয় উপকমিটি নিয়োগ করা।

আরএসসি’র প্রধান বৈশিষ্ট্যসমূহ

  • ইউনিয়নের সাথে ব্র্যান্ড আইনগতভাবে চুক্তিবদ্ধ এবং তাদের প্রস্তুতকারী ব্যবসায়িক অংশীদারদের আর্থিকভাবে কার্যকর নিরাপত্তা বিষয়ক সংস্কারকাজ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ

  • 'নন-কমপ্ল্যায়েন্ট' কারখানার জন্য 'স্বচ্ছ এস্কেলেশেন প্রক্রিয়া'

  • পোশাক কারখানার নিরাপত্তা পরিদর্শন ও সংস্কার র্কাযক্রম পরিচালনায় বিশ্বমানের একটি স্থায়ী দেশীয় উদ্যোগ

  • পরিদর্শন প্রতিবেদন ও সংশোধনমূলক র্কমপরিকল্পনা জনসমক্ষে প্রকাশ

  • NEBOSH সনদপ্রাপ্ত প্রশিক্ষক দ্বারা সেইফটি কমিটি ও সেইফটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা

  • কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ে নিরপেক্ষ অভিযোগ প্রক্রিয়া

  • নিরাপত্তা সংক্রান্ত যে কোনো অভিযোগের প্রেক্ষিতে বিদ্বেষমূলক আচরণ থেকে সুরক্ষা

  • অনিরাপদ কর্ম পরিবেশে কাজ করার প্রস্তাব প্রত্যাখ্যানের অধিকারের সুরক্ষা

  • নিরপত্তার উৎকর্ষতা বৃদ্ধিতে সংগঠিত হওয়ার অধিকারের বিষয়ে চলমান প্রচারণা

  • সংগঠিত হওয়ার অধিকার (এফওএ) বিষয়ক প্রশিক্ষণ ও অভিযোগ প্রক্রিয়া

  • হোম টেক্সটাইল এবং ফেব্রিক ও নিট অ্যাক্সেসরিজ সরবরাহকারীদের ঐচ্ছিক তালিকাভুক্তিকরণ

  • বয়লার নিরাপত্তা পরিদর্শন কার্যক্রম

 

পরিচালনা পর্ষদের বার্তাসমূহ

 

“আরএসসি একটি অভূতপূর্ব জাতীয় উদ্যোগ এবং ব্র্যান্ড এবং ট্রেড ইউনিয়নগুলোর সাথে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা নিশ্চিত করব যে তৈরী পোশাক শিল্পের পন্য উৎপাদনকারী অন্যতম নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বজায় থাকবে।”

— রুবানা হক
     সাবেক সভাপতি, বিজিএমইএ এবং আরএসসি পরিচালনা পর্ষদের শিল্প প্রতিনিধি

 

“আমাদের বাংলাদেশী ট্রেড ইউনিয়নের সহযোগী সংস্থাগুলোর সাথে আমরা তৈরী পোশাক কারখানার শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে এবং নিরাপত্তা বিষয়ক সমস্যাগুলো চিহ্নিত করতে এবং সেগুলো মোকাবেলায় এগিয়ে যেতে এবং নিরাপদ কর্মস্থলের অধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করব। সদ্য প্রতিষ্ঠিত আরএসসি’র প্রতি শ্রমিকদের আস্থা বজায় রাখার লক্ষ্যে আমরা কাজ করে যাবো।”

— চায়না রহমান
    সাধারণ সম্পাদক, ইন্ডাস্ট্রি-অল বাংলাদেশ কাউন্সিল(আইবিসি) এবং আরএসসি পরিচালনা পর্ষদের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি

 

 

 

আরএসসি কো-চেয়ারবৃন্দ

শফিউল ইসলাম মহিউদ্দিন

সাবেক সভাপতি, বিজিএমইএ এবং আরএসসি পরিচালনা পর্ষদের শিল্প প্রতিনিধি

আমিরুল হক আমিন

সভাপতি, এনজিডব্লিউএফ এবং আরএসসি পরিচালনা পর্ষদের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি

 

কার্যনির্বাহী কমিটি

রুবানা হক

সাবেক সভাপতি, বিজিএমইএ এবং আরএসসি পরিচালনা পর্ষদের শিল্প প্রতিনিধি

ইয়োখেন লিও জুয়েট ওভারমায়ার

সিনিওর উপদেষ্টা এবং আইনী পরামর্শদাতা, অটো গ্রুপ এবং আরএসসি পরিচালনা পর্ষদের ব্র্যান্ড প্রতিনিধি

ক্রিস্টিনা হাজাগোস-ক্লাউসেন

টেক্সটাইল এবং তৈরি পোশাক শিল্প পরিচালক, ইন্ডাস্ট্রি-অল এবং আরএসসি পরিচালনা পর্ষদের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি

 

নিরপেক্ষ আহ্বায়ক

ড্যান রিস

পরিচালক, বেটার ওয়ার্ক, আইএলও এবং আরএসসি’র নিরপেক্ষ আহ্বায়ক

 

নেতৃত্বদানকারী দল

আব্দুল হক

ব্যবস্থাপনা পরিচালক

আব্দুল হক ৯ মার্চ ২০২৩-এ ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)-তে যোগদান করেন। দেশে এবং বিদেশে নেতৃস্থানীয় জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানে ৩৭ বছরেরও বেশি অভিজ্ঞতাকে সাথে নিয়ে, আব্দুল হক আরএসসিকে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠার নেতৃত্ব প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেন। আরএসসিতে যোগদানের পুর্বে তিনি এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে, তিনি রেকিট বেনকাইজারের ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজে কান্ট্রি ডিরেক্টর হিসেবে, পারফেটি ভন ম্যালে বিডি প্রাইভেট লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবং এভারি ডেনিসন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
আবদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। এছাড়াও তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে জেনারেল ম্যানেজমেন্ট এর উপরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ।

Md Hassan Nawazis, a highly accomplished and skilled structural and fire safety engineer with a background in civil engineering joined RSC as the Chief Safety Officer on 1st November 2023. He started his career in the field of structural & fire safety inspections with Bureau Veritas in 2014. With over 12 years of professional experience, he has been able to establish himself as a leader in the safety industry. He has played a crucial role in ensuring safety practices in Bangladeshi RMG industries through his expertise in building & fire safety inspections, remediation process development, consultations and providing code-compliant solutions.
Nawazis holds a bachelor’s degree in civil engineering from CUET and master’s degree from HTW Berlin, Germany in collaboration with Helsinki Metropolia University of Applied Sciences, Finland. He did research on BIM-FM collaborative management approach for mitigating fire hazards in apparel sector of Bangladesh in 2013 as his master’s thesis approved by HTW Berlin University of Applied Sciences.
Additionally, he has received advanced leadership training from the National University of Singapore.
With his strong technical background, Nawazis effectively manages technical teams through a robust management process. His leadership style is transformational, motivating and inspiring highly skilled teams to achieve organizational goals through continuous improvements. He is known for his laser-like focus on targets, his solution-oriented approach, and his ability to collaborate effectively as a team player.

Md Hassan Nawazis

Chief Safety Officer

 

SENIOR MANAGEMENT

Shah Sefat Uddin Ahmed

Senior Head - Remediation Programme

Mohammad Momanul Islam

Head - Accounts

A. J. M. Zobaidur Rahman

Head - Media, Communications & Stakeholder Engagement

Kaniz Fatema Labony

Head - Human Resources

Mohammed Ahsan Ullah

Head - Structural Safety

S. M. Hasanul Banna Kasemi

Head - Electrical Safety

Md. Hasanuzzaman

Head - Fire & Life Safety

Ovijit Mutsuddi

Head - Occupational Safety and Health Complaints Mechanism

Md. Masud Parvez

Head - Occupational Safety and Health Training Programme

Md Mehedi Hasan

Head - Boiler Safety

Shahriar Rouf

Head - IT

 

 

STAFF

 

 

img